ভালোবাসি
ভালোবাসি:
তোমাকে ভুলতেই হবে, এই রকম একটা প্রতিজ্ঞা করে
চোখ বুজে উপমার ঝড় বৃষ্টি আকাশকে উপেক্ষা করতে করতে
যখন প্রায় ঘুমিয়ে পড়েছিলাম,
তখন মেঘের বদলে যে শব্দে আমার
ঘোর কাটল-
তা হল "ভালোবাসি"
"তুমি চলে গেছ বলে ভালই হয়েছে"
যুক্তি, বাস্তবতা, লাভ-ক্ষতি,
আরও অনেক কিছুর নিরিখে
সত্যটা কে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলতে ফেলতে,
দীর্ঘশ্বাস ছেড়ে যে কথা টা বললাম
তা হল "ভালোবাসি"
Comments
Post a Comment