২৫টি গুরুত্বপূর্ণ ওয়েব ডিজাইন টুলস!
বর্তমানে ইন্টারনেটে সার্চ করলেই ওয়েব ডিজাইনিং এর অনেক টুলস খুঁজে পাওয়া যায়। যা আপনাকে আপনার ডিজাইনের কাজকে সহজ এবং গতিময় করে তুলতে সক্ষম। সাথে নিত্য নতুন তো প্রতিনিয়তই আসছে। বলা চলে প্রতিটি ডিজাইনারই তার কাজে সুবিধার্থে পছন্দমত টুলস গুলো বাছাই করে নেয়।
আপনিও কি তাই করেছেন? যদি না করে থাকেন তবে আজই নিচের ২৫টি টুলস থেকে আপনার পছন্দের গুলো বাছাই করুন…
১. HTML Entity Character Lookup:
এই টুলসটি আপনাকে এইচটিএমএল এনটিটি গুলো খুজেঁ বের করতে দ্রুত সহায়তা করবে এবং এটি কত রকম তা দেখতে সহায়তা করবে। উদাহরণ স্বরূপঃ সাইটটিতে গিয়ে HTML Entity Lookup এ < অথবা c লিখে দেখুন।
২. Blueprint CSS framework
আপনি যদি আপনার সাইটটির ভিত্তি মুজবুত এবং উচ্চমাপের করতে চান তবে এই টুলটি ব্যবহার করতে পারেন। এই সিএসএস ফ্রেমওয়ার্কটি আপনাকে গ্রিড সিস্টেমে ওয়েব সাইটের ওয়াইড পরিমাপ করতে, প্লাগিংস এবং বিভিন্ন স্টাইলশীট ব্যবহার করে সাইটকে দুষ্টিনন্দন করতে সহায়তা করবে।
৩. Typetester
এটি একটি অনলাইন এপ্লিকেশন যা ওয়েবসাইটের ফন্ট কি ধরনের হলে সুন্দর হতে পারে সাইটের জন্য তা আগেভাগেই দেখে দেয়া যায়। বলা চলে, ডিজাইনারদের কাজের ধারাকে গতিমত করতে এর আবির্ভাব।
৪. Em Calculator
Em Calculator একটি ছোট অনলাইন জাভাস্ক্রীপট টুল। এটি দিয়ে আপনি সিএসএস এর ওয়াইড, হাইট পরিমাপ সহজেই গুনতে পারবেন।
৫. Web Developer Toolbar
এটি ওয়েব ডেভলাপদের জন্য অত্যন্ত গুরুপ্তপূর্ণ মজিলা ফায়ারফক্স এডন। এটি ব্রাউজারে ইন্সটল থাকলে আলাদাভাবে একটি ডেভলপার টুলবার প্রদর্শন করবে।
৬. MeasureIt
এটিও ওয়েব ডেভলাপদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ মাজিলা ফায়ারফক্স এডন। এটি ব্রাউজারে ইন্সটল থাকলে ওয়েব সাইটের ওয়াইড এবং হাইট সহজেই পরিমাপ করতে পারবেন।
৭. ColorZilla
নাম শুনেই গুণ বুঝার কথা। এটি দিয়ে এ্যাডভান্স রং নির্বাচন, কালারকোড কপি করা সহ কালার সমন্ধীয় অনেক কাজ করতে পারবেন।
৮. Firebug
বর্তমান সময়ে ওয়েব ডেভলাপদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজিলা ফায়ারফক্স এডন। এটি ব্রাউজারে ইন্সটল থাকলে আপনি সরাসরি যেকোন ওয়েব পেজ সম্পাদন, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রীপট ফাইলুগলোকে তদারকি করতে পারবেন।
৯. Designers Toolbox
সকল ধরনের প্রিন্ট এবং ওয়েব মিডিয়ার ফাইল সাইজ নির্ধারন করতে পারবেন।
১০. What the Font?
আপনি যে কোন ইমেজ এই সাইটের ডাটাবেজের মধ্যে দিয়ে সার্চ করতে পারবেন আপনার পছন্দের যেকান ফণ্টকে।
১১. Easy Web Form Builder
অনলাইনের যেকোন ধরনের ফর্ম তৈরী এবং তা থেকে ডাটা সংগ্রহ করতে পারবেন।
১২. Browser Shots
এই টুলটি দিয়ে আপনার বা আপনার ক্লাইন্টের সাইটকে বিভিন্ন ব্রাউজার ক্যাপবল কি না তা পরীক্ষা করাতে পারবেন।
১৩. Icon Finder
নামের সাথে কাজের তো মিল থাকতেই হয় তাই না? এই টুলটি দিয়ে আপনি যেকোন ধরনের আইকন সার্চ করতে পারবেন।
১৪. Button Browser
এটি একটি বাটর গ্যালারী। আপনি যেকোন ধরনের বাটন এখানে নিমিষেই তৈরী করতে পাবেন।
১৫. Rounded Corner
এটি একটি রাউন্ড কর্ণার তৈরী করার টুল। এটি দিয়ে কোন কর্ণার তৈরী করলে তাতে ৪টি ইমেজ ফাইল, এবং প্রযোজনীয় এইচটিএমএল ও সিএসএস ফাইল জেনারেট করবে রাউন্ড কর্নারের জন্য।
১৬. BlogFlux Button Maker
আপনারা ওয়েবের বিভিন্নস্থানেই ৮০×১৫ সাইজের বাটন দেখে থাকবেন। যা ফটোশপে করতে অনেক সময় লেগে যায়। আপনি খুব সহজেই কয়েক ক্লিকেই এই টুলটি ব্যবহার করে বাটন তৈরী করতে পারবেন।
১৭. Vecteezy
ফ্রিতে ভেক্টর গ্রাফিক্স ফাইল পেতে পারেন।
১৮. Background Image Maker
এটি ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরী করার একটি সহজ এবং অসাধারন টুল।
১৯. Photoshop Brushes
দৃষ্টি নন্দন ফটোশপ ব্রাশ পেতে এখনই এই সাইটে ব্রাউজ করুন।
20. Tartan Maker
কাপড়ের মত বিভিন্ন ওয়েব সেড তৈরী করতে এই টুলটি ব্যবহার করতে পারেন।
২১. Color Schemer
এডভান্স ডিজাইনারদের জন্য ColorSchemer Studio 2 একটি গুরুপ্তপূর্ণ কালার সিলেকশন টুল।
২২. Webs
এটি নিয়ে নতুন করে বলার নেই। যারা ফ্রিতে ওয়েব ব্লগ বানাতে চান। তারা ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস.কম এর পাশাপাশি এটি ব্যবহার করতে পারেন।
২৩. Sampa
প্রতিদিন ব্যক্তিগত, পারিবারিক, বা ছোট বাচ্চাদের ওয়েব সাইটের জনপ্রিয়তার জন্য এটি ব্যবহার করনে।
২৪. Format Pixel
আপনার অনলাইন ম্যাগাজিন, রম্য ওয়েবসাইট, ব্যক্তিগত পোর্টফোলিও খুব সহজেই তৈরী করতে পারবেন।
২৫. Weebox
এটি ফ্লাস ভিত্তিক একটি ওয়েব সাইট তৈরীর প্লাটফর্ম।
এই হল ২৫টি অনলাইন টুলস। আপনি পছন্দ করলেন কোনটি? জানাতে ভুলবেন না কিন্তু!
আজ এই পর্যন্ত!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
Comments
Post a Comment