আমরা কুকুর, মানুষ না !!

আমরা কুকুর, মানুষ না !!:
ফেসবুকে পেলাম। অসাআআআধারন লাগল। যারা ভারতের সাম্প্রতিকালের ঘটনাটি জানেন তারা বুঝে নিবেন আশা করিঃ
মাঝরাতে অনেকগুলো পুরুষ কুকুর পথের ধারে একসাথে আড্ডা মারছিলো। এমন সময় একটা মেয়ে কুকুর সেই পথ ধরে যাচ্ছিলো। এতগুলো পুরুষ কুকুরকে মাঝরাতে পথের ধারে দেখে সে ঘাবড়ে গেল। এমন সময় একটা পুরুষ কুকুর তাকে বলে উঠলো- তুমি নির্ভয়ে চলে যাও। আমরা কুকুর, মানুষ না !!
thumbs_up

Comments

Popular posts from this blog

Reality di Matteo Garrone – La recensione