শিঙালো ছড়া ০১৮

শিঙালো ছড়া ০১৮: রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।



৬৮.

নাহয় হয়েছি সুন্দরী বাড়িওয়ালির ঘরে ভাড়াটে

বাড়িওলা কেন আমাকে দেখেই মুখ কালো করে দ্বার আঁটে?

হয়তো বেচারা মনে মনে ভাবে,

"এই লোকটাই ভেজে নিয়ে যাবে

মোর হক্কের গরম তাওয়ায় সুযোগ পেলেই পারাঠে!"

Comments

Popular posts from this blog

Reality di Matteo Garrone – La recensione