ঢাকার গান/শফিকুল ইসলাম
ঢাকার গান/শফিকুল ইসলাম: by sfk505 (Posted Thu, 08 Mar 2012 15:32:51 GMT)
এই যে ঢাকা মহানগরী ঢাকা
কত আশা আর নিরাশায় ঢাকা,
আলো ঝলমল রাজধানী ঢাকা
আলোর নীচেই অন্ধকারে ঢাকা ॥
কত লোক আসে যায় এখানে
আপন আপন ভাগ্যের অণ্বেষণে
কেউ দুর্ভাগ্য নিয়ে ফিরে যায়
কারো ঘুরে যায় ভাগ্যের চাকা ॥
কেউ দ্রুত সিড়ি বেয়ে উঠছে
আর কেউবা চাপা পড়ে মরছে,
দিবানিশি কত খেলা জমে এখানে
সব নিয়েই এখানে বেচে থাকা ॥
ঢাকা যেন এক সুন্দরী নারীর মতন
ভেতরে যার নেই সুন্দর মন,
বড় বড় কত কথা হয় এখানে
কাজের বেলা দেখি সব ফাকা ॥
কত বড় মাপের বক্তারা আসেন
সভা সেমিনার বাজিমাৎ করেন,
মানুষের ভাগ্য বদলের কথা বলে
নিজ ভাগ্য ফেরাতে তারা পাকা ॥
আজকে সবাইকে বুঝতে হবে
নিজের ভাগ্য নিজে বদলাতে হবে-
তুলে লও হাতে কাস্তে ও হাতিয়ার
বদলাতে আপন ভাগ্য রেখা ॥
Read Main Topic
এই যে ঢাকা মহানগরী ঢাকা
কত আশা আর নিরাশায় ঢাকা,
আলো ঝলমল রাজধানী ঢাকা
আলোর নীচেই অন্ধকারে ঢাকা ॥
কত লোক আসে যায় এখানে
আপন আপন ভাগ্যের অণ্বেষণে
কেউ দুর্ভাগ্য নিয়ে ফিরে যায়
কারো ঘুরে যায় ভাগ্যের চাকা ॥
কেউ দ্রুত সিড়ি বেয়ে উঠছে
আর কেউবা চাপা পড়ে মরছে,
দিবানিশি কত খেলা জমে এখানে
সব নিয়েই এখানে বেচে থাকা ॥
ঢাকা যেন এক সুন্দরী নারীর মতন
ভেতরে যার নেই সুন্দর মন,
বড় বড় কত কথা হয় এখানে
কাজের বেলা দেখি সব ফাকা ॥
কত বড় মাপের বক্তারা আসেন
সভা সেমিনার বাজিমাৎ করেন,
মানুষের ভাগ্য বদলের কথা বলে
নিজ ভাগ্য ফেরাতে তারা পাকা ॥
আজকে সবাইকে বুঝতে হবে
নিজের ভাগ্য নিজে বদলাতে হবে-
তুলে লও হাতে কাস্তে ও হাতিয়ার
বদলাতে আপন ভাগ্য রেখা ॥
Read Main Topic
Comments
Post a Comment