টেমপ্লেট ডিজাইনার সবাই ব্যবহার করতে পারবেন
টেমপ্লেট ডিজাইনার সবাই ব্যবহার করতে পারবেন: আমরা এর আগে মার্চ মাসে 'ব্লগার ডিজাইনার' দিয়ে নিজের টেমপ্লেট নিজেই সম্পাদনা করার কথা জেনেছিলাম। তখন সুবিধাটি শুধুমাত্র draft.blogger.com ঠিকানায় পাওয়া যেত। কিন্তু এখন এই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে ব্লগার টেমপ্লেট ডিজাইনার সুবিধাটি blogger.com ঠিকানাতেও পাওয়া যাবে।গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে Blogger.com এ লগইন করুন।দেখতে পারবেন যে, আগের Layout ট্যাবটির নাম পরিবর্তন করা হয়েছে।
Comments
Post a Comment