ইরানের সঙ্গে আলোচনায় রাজি পরাশক্তিগুলো

ইরানের সঙ্গে আলোচনায় রাজি পরাশক্তিগুলো:

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের পরাশক্তিধর দেশগুলো। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে দেওয়া আলোচনার প্রস্তাবটি গ্রহণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন। আল-জাজিরা অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি-বিষয়ক আলোচক সাঈদ জলিলি দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য বড় শক্তির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে একটি চিঠি দেন। জবাবে গতকাল মঙ্গলবার ক্যাথরিন অ্যাশটন পরাশক্তিগুলোর পক্ষে সাঈদ জলিলির আলোচনা প্রস্তাব গ্রহণ করে আরেকটি চিঠি দেন।...

Comments

Popular posts from this blog

Reality di Matteo Garrone – La recensione