পুতিনের জয়ের মূল্য কত?

পুতিনের জয়ের মূল্য কত?:

বিপুল ভোট পেয়ে তৃতীয় মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। এই বিজয়ে আরও ছয় বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করলেন এ রাজনীতিবিদ। তবে এ বিজয় তাঁকে কিনতে হয়েছে হাজারো প্রতিশ্রুতির বিনিময়ে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে পুতিনকে খরচ করতে হবে শত শত বিলিয়ন ডলার। এতে সংকটে পড়তে পারে রাশিয়ান অর্থনীতি।
রয়টার্সের খবরে বলা হয়, এবারের নির্বাচনে বিজয়ী হতে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে শুরু করে কিন্ডারগার্টেন পর্যন্ত নানা বিষয়ে হাজারো প্রতিশ্রুতি দেন পুতিন। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁকে প্রতিবছর প্রায় ৩০ মিলিয়ন ডলার ব্যয়...

Comments

Popular posts from this blog

Crème Dreams: 12 Odd & Awesome Oreo Cookie Flavors

Bento box review: The all-stainless steel LunchBots Quad