মমতার অন্যায্য আবদার টিকবে না: দীপু মনি

মমতার অন্যায্য আবদার টিকবে না: দীপু মনি:

বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে ভারত এককভাবে সব সুবিধা নিয়ে যাচ্ছে—প্রচলিত এই ধারণাকে প্রত্যাখ্যান করলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘এটা ঠিক নয় যে আমরা ভারতকে সবকিছু দিয়ে দিচ্ছি আর বিনিময়ে আমরা কিছুই পাচ্ছি না।’
গতকাল সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন।
তিস্তার পানি বণ্টন চুক্তি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়া আমাদের আইনি অধিকার। আমরা আমাদের প্রাপ্য ভাগ চাই। বাংলাদেশ করুণা চায় না।’ পানির প্রবাহ কম হলেও তার সমান ভাগ...

Comments

Popular posts from this blog

Crème Dreams: 12 Odd & Awesome Oreo Cookie Flavors

Bento box review: The all-stainless steel LunchBots Quad