সর্বংসহা............
সর্বংসহা............:
==============================
বিকেল গড়িয়ে সন্ধ্যার বিষন্ন আলোটুকুও ঢেকে পড়েছে কুয়াশার চাদরে। ঘরের পুব পাশের জানালাটা দিয়ে আকাশের বেশ খানিকটা চোখে পড়ে। দৃষ্টির লাঙ্গল চষে বেড়ায় আকাশের বুক চিরে। হঠাৎ কেন জানি বুকের মধ্যে আকুলি-বিকুলি করে উঠে বোবা কষ্ট। যে কষ্ট ফোঁটা ফোঁটা শিশির বিন্দুর মতো জমাট বেঁধে আছে বুকে। কখনো অবসরে অগোচরে সে বরফ গলে পড়ে অশ্রু হয়ে।
বাতাসের স্পর্শে শিরশির করে উঠে শরীর। আচম্বিতে মনে পড়ে মেয়েটা এখনো বাড়ি ফেরেনি।
read more
==============================
বিকেল গড়িয়ে সন্ধ্যার বিষন্ন আলোটুকুও ঢেকে পড়েছে কুয়াশার চাদরে। ঘরের পুব পাশের জানালাটা দিয়ে আকাশের বেশ খানিকটা চোখে পড়ে। দৃষ্টির লাঙ্গল চষে বেড়ায় আকাশের বুক চিরে। হঠাৎ কেন জানি বুকের মধ্যে আকুলি-বিকুলি করে উঠে বোবা কষ্ট। যে কষ্ট ফোঁটা ফোঁটা শিশির বিন্দুর মতো জমাট বেঁধে আছে বুকে। কখনো অবসরে অগোচরে সে বরফ গলে পড়ে অশ্রু হয়ে।
বাতাসের স্পর্শে শিরশির করে উঠে শরীর। আচম্বিতে মনে পড়ে মেয়েটা এখনো বাড়ি ফেরেনি।
read more
Comments
Post a Comment