ইতিহাস আছে, উদ্যান নেই
ইতিহাস আছে, উদ্যান নেই:
কিছু গাছপালা টিকে থাকলেও সোহরাওয়ার্দী উদ্যানকে এখন আর ঠিক উদ্যান বলা যায় না। এটি এখন আবর্জনা ও বিশৃঙ্খলার চূড়ান্ত প্রদর্শনী।
কী নেই বাঙালির সংগ্রাম ও রাজধানী ঢাকার ঐতিহ্যের অন্যতম স্মৃতিময় এই ঐতিহাসিক স্থানটিতে? অসংখ্য চটপটি-ফুচকার দোকান, বিস্তর অসমাপ্ত স্থাপনার শ্রীহীন কংক্রিটের কাঠামো, মাঠজুড়ে অজস্র জঞ্জালের স্তূপ, ভবঘুরেদের ঝুপড়ি, দূষিত পানির আধার, ক্রিকেটের ক্রিজ, এক কোনায় চারুশিল্প বিক্রির উন্মুক্ত বাজার থেকে ক্রমপ্রসারমাণ ধর্মীয় স্থাপনা—বাদ নেই কিছুই। বিপরীতধর্মী বিষয়বস্তুর বিপুল বিশৃঙ্খল সমারোহে হারিয়ে গেছে উদ্যান নামের সবুজের সমারোহ।...
Comments
Post a Comment