কাল বাজারে আসছে তিনটি নোট

কাল বাজারে আসছে তিনটি নোট:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি-সংবলিত ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নোট কাল বুধবার প্রথমবারের মতো অবমুক্ত করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কাল বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে নোটগুলো অবমুক্ত করবেন।
প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের কাউন্টার থেকে নতুন ডিজাইনের এই নোটগুলো ইস্যু করা হবে, যা পরে এই ব্যাংকের অন্যান্য অফিস ও সব বাণিজ্যিক ব্যাংক থেকে একই প্রক্রিয়ায় ইস্যু করা হবে। এসব নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত কাগুজে নোট এবং ধাতবমুদ্রাও যথারীতি চালু থাকবে। ওই তিনটি নোটেই বাংলাদেশ...

Comments

Popular posts from this blog

Oscar 2013: tutti i film candidati al titolo di Miglior film straniero, nazione per nazione

Prettypegs