ভারতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে

ভারতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে:

ভারতের পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।
বেলা আড়াইটা পর্যন্ত পাওয়া ভোটের ফলাফল অনুযায়ী, ৪০৩ আসনের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে। এখন পর্যন্ত গণনাকৃত ভোটের মধ্যে তারা ১৩টিতে জয়ী ও ১৮২টিতে এগিয়ে আছে। বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) তিনটিতে জয়ী ও ৯৭টিতে এগিয়ে আছে। কংগ্রেস ৪৯টিতে ও বিজেপি ৪৭টিতে এগিয়ে আছে। এ ছাড়া অন্যান্য দল ১১টিতে এগিয়ে আছে।
পাঞ্জাবে ১১৭ আসনের মধ্যে এখন পর্যন্ত গণনাকৃত ভোটে কংগ্রেস ১১টিতে জয়ী ও ৪২টিতে এগিয়ে আছে। বিজেপি একটিতে জয়ী ও ১২টিতে এগিয়ে। শিরোমনি আকালি...

Comments

Popular posts from this blog

Crème Dreams: 12 Odd & Awesome Oreo Cookie Flavors

Bento box review: The all-stainless steel LunchBots Quad